এই মুহূর্ত্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ফিট ক্রিকেটার বলে যাঁকে বলা হবে সেই বিরাট কোহলি এখন ক্রিকেট থেকে একটু বিশ্রাম চাইছেন৷ এ বছর তিনি সাতটি টেস্ট ম্যাচ, ২৬টি একদিনের আন্তর্জাতিক, ১০টি টি-টোয়েণ্টি ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন৷ এছাড়া আই পি এল-এ ১০টি ম্যাচও তিনি খেলেছেন৷ স্বভাবতঃই খেলার ধকল থেকে খানিকটা মুক্ত হতে তিনি বিশ্রামের কথা চিন্তা করেছেন৷ ভারত অধিনায়কের কথায় মাঠে দীর্ঘক্ষণ ব্যাটিং করে আবার ফিল্ডিং করা, কিংবা দীর্ঘক্ষণ ফিল্ডিং করার পর আবার ব্যাট হাতে বড় ইনিংস খেলা ক্রিকেটের অঙ্গ৷ সেটা তো ফাঁকি দিলে চলবে না৷ কিন্তু শরীর নামক যন্ত্রটির বিশ্রাম প্রয়োজন৷ সেই কারণে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার ক্রিকেট মাঠে মনোনিবেশ করতে পারলে ভালো হয়৷ বিরাটের মতে বর্তমানে ভারতীয় দলে সবচেয়ে বেশী ওয়ার্ক লোড নেন চেতেশ্বর পূজারা৷ বিরাট শুধু নিজে নন, সকলেরই বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন৷