লুঠেরাদের  মিছিল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ইতোপূর্বে প্রায় সবার জানা হয়ে গেছে যে পুঁজিপতি বিজয় মালিয়া ৮ হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ শোধ না করে বিদেশে পালিয়ে গেছেন৷ তারপর দুই হীরা ব্যবসায়ী মামা ও তার ভাগ্ণে যথাক্রমে নীরব মোদী ও মহুল চোকসী ১১ হাজার ৪০০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ নিয়ে ফাঁকি দিয়ে তারা বিদেশে পাড়ি দিয়েছে৷

ব্যাঙ্কে রাখা জনগণের গচ্ছিত টাকা এমনি করে লুঠরার দল লুট করে নিয়ে যাচ্ছে৷

সব শেষ খবর, নীতিন সন্দেশরা নামে আর এক পুঁজিপতি সেও ব্যাঙ্ক থেকে ৫ হাজার কোটি টাকা নিয়ে ফাঁকি দিয়ে পালিয়েছে৷ শোণা যাচ্ছে, এখন আছে নাইজেরিয়ায়৷ নাইজেরিয়ার সঙ্গে ভারতের কোনও প্রর্তপন চুক্তি নেই৷ তাই এই নীতিন সন্দেশরাকে ধরাও যাচ্ছে না৷

বলা বাহুল্য, এই নীতিন সন্দেরা হ’ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের ষ্টারলিং বায়োটেক কোম্পানীর মালিক৷ ই.ভি. ও ও সিবিআই-এর এর ওপর আগে থেকে নজর ছিল বলে জানা যাচ্ছে৷ তা সত্ত্বেও এদের ফাঁকি দিয়ে রহস্যময়ভাবে নীতিন উধাও হয়ে গেছে৷