মানবতা কাঁদে

লেখক
প্রভাত খাঁ

মাটির কাছাকাছি আছে যারা

তারাই কী শুধু শাস্তি পাবে?

বন্যায়, রোগে, প্রাকৃতিক দুর্যোগে

শিকার হবে কী শুধু বার বার

রেমো, শ্যেমো যারা?

আকাশের পুষ্পরথে চড়ে

নির্মম ধবংসের কাণ্ড দেখে

ছিটে–ফোঁটা আর্তের ত্রাণে

দায়সারা নেতাদের কাজে

কখনো বাঁচে না তারা

মানবতা পথে পড়ে কাঁদে

সভ্যতার নামে এটা নিষ্ঠুর পরিহাস৷

কোটি কোটি মানুষের ন্যায্য সম্পদ

কুক্ষিগত করে রাখে যারা

তাদের দুয়ারে আজ পরোয়ানা জারি

হয়ে গেছে রক্ষা কেহ

       পাবে নাকো আর৷

যে আইন যে শাসন

কোটি কোটি মানুষের বঞ্চনার কারণ

হয়ে শোষকের শক্ত করে হাত,

সে কালা কানুন আর অন্যায়

শাসন, দূর হোক দেশ হতে৷

শোষণ বঞ্চনার মাঝে নারায়ণ

জেগে ওঠে, নিশ্চয়ই কেড়ে নেবে

জেনো, সেবা দিতে শাসনের ভার৷