মানুষ যেখানে লাঙল টানে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

টাকা নেই, গোরু বা মহিষ  কিনবেন কি করে?  অথচ এক টুকরো জমিতে ভাগচাষ  করেই কোনোরকমে দিন গুজরান করতে হয় এক ছোট্ট চাষী পরিবারকে৷ তাই নিরুপায় হয়ে  শুধু স্বামী স্ত্রীতে মিলে লাঙ্গল-চাষ শুরু করে দিলেন৷ গোরুর জায়গায় স্বামী সামনে গিয়ে লাঙল টানেন৷  আর পেছনে লাঙলের মুঠি ধরেন স্ত্রী৷ এমনিভাবেই চাষ করে জীবিকা নির্বাহ করা ছাড়া তাঁদের গত্যন্তর নেই৷

গল্পের মতো শোণালেও  এই ঘটনাটি সত্য৷ দক্ষিণ ভারতের  কর্ণাটক রাজ্যের  কলারবুরগি গ্রামের এক চাষী ‘গুন্ডু’র এই হল জীবনালেখ্য৷

এভাবেই সারা দেশেই লক্ষ লক্ষ হতদরিদ্র মানুষ  আছেন, যারা অতিকষ্টে রয়েছেন বা  অর্ধমৃত হয়ে কোনোরকমে জীবনের গ্লানি বয়ে চলেছেন৷ অথচ তাঁরা অন্ধকারেই থেকে গেছেন, দেশের হর্তা-কর্তা-বিধাতারা তাদের কথা হয়তো বা জানেনই না৷