চিতমু ঃ গত ৩রা আগষ্ট চিতমু নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী ভুটু গরাঞ-এর দেহাবসান হয় ও ৮ই আগষ্ট আনন্দমার্গের সমাজ শাস্ত্রানুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ এতে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দতপশীলা আচার্যা৷ এই উপলক্ষ্যে ৩ ঘন্টাব্যাপী অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এটি পরিচালনা করেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত ও আচার্য সুবোধানন্দ অবধূত৷ কীর্ত্তনশেষে স্বাধ্যায় করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ অবধূতিকা আনন্দতপশীলা আচর্যা
পরে মানুষের জীবন মৃত্যুরহস্য, শ্রাদ্ধানুষ্ঠানের তাৎপর্য প্রভৃতি সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ আচার্য শিবপ্রেমানন্দ অবধূত প্রমুখ৷
পাঁশকুড়া : গত ২৫ জুলাই পূর্ব মেদিনীপুর জেলার ভুক্তি প্রধান শ্রীসুভাষ প্রকাশ পাল ও সুশান্ত কিশোর পালের পিতৃদেব শ্রী গৌরহরি পাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ গত ৩রা আগষ্ট শ্রীসুভাষপ্রকাশ পালের বাড়ীতে তাঁদের পিতৃদেবের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় প্রথায় অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন আচার্য রাজেশ ব্রহ্মচারী, মীরা পাল ও পার্থসারথী পাল৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ শ্রাদ্ধানুষ্ঠানের স্মৃতিচারণ করেন আচার্য দেবাত্মানন্দ অবধূত, ডাঃ রামকৃষ্ণ মাইতি, অধ্যাপক গোষ্ঠবিহারী বর ও আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন বাকুলদা আনন্দমার্গ স্কুলের প্রধান শিক্ষক শ্রীনিল মণ্ডল৷