মারণ গ্যাসের কারখানা

সংবাদদাতা
পি.এন.এ (ইন্দোর)
সময়

গত ৩০শে সেপ্টেম্বর ইন্দোরের শহরের এক বে-আইনী গবেষণাগারে--- বিপুল পরিমাণ রাসায়নিক গ্যাস উৎপাদনের সন্ধান পাওয়া গেল৷ এই রাসায়নিক গ্যাস কেমিক্যাল ওয়ারফেয়ারে শত্রু নিধনে ব্যবহৃত হয়৷ এখানে যে পরিমাণ রাসায়নিক গ্যাস পাওয়া গেছে তাতে প্রায় ৫০ লক্ষ মানুষকে মেরে ফেলা যায়৷

ডিরেক্টর অব রেভিনিউ ইনটেলিজেন্সের এক অভিযানে এই ৯কেজি রাসায়নিক উদ্ধার করা হয়েছে৷ ভয়ঙ্কর ক্ষমতাসম্পন্ন এই রাসায়নিকের নাম ওপিয়েড্ ফেন্টাইল৷ বাজারে এই পরিমাণ ফেন্টাইলের দাম ১১০ কোটি টাকা৷ হিরোইন থেকে ৫০ গুণ ও মরফিন থেকে ১০০ গুন বেশি ক্ষমতাধর এই রাসায়নিকের মাত্র ২ মিলি গ্রাম একজন মানুষের মৃত্যু ঘটাতে পারে৷