মাতৃভাষা

লেখক
শিবরাম চক্রবর্ত্তী

সন ঊণিশশো বাহান্নোর সেই একুশে ফেব্রুয়ারী

মাতৃভাষা নিয়ে ডাকায় (ঢাকায়) যুদ্ধ হয় জারী৷

একুশে ফেব্রুয়ারীর মহত্ত্ব সবাই জানে

রফিক, সালাম, জববরদের অমর জীবনদানে৷

একুশে ফেব্রুয়ারী তোমায় চোখের জলে

বাঙালী ভাই-বোনরা মিলে বরণ করে চলে৷

একুশে ফেব্রুয়ারী নিয়ে বাঙালীর রক্ত

রাষ্ট্রসংঘের মান্যতার ভিত করে তার শক্ত৷

এই দিনটি মাতৃভাষা দিবস রূপে ঘোষণায়

দুই বাঙলার বাঙালীর মন এক আত্মায় মিশে যায়৷

সবার মাতৃভাষা রক্ষায় একুশ সহায় হবে

বাংলা ভাষা একদিন জেনো বিশ্বভাষা হবে৷