মাতৃভাষা আমার ভালবাসা

লেখক
শরৎসুনীল নন্দী

ও আমার বাংলা ভাষা

                তোমার কথা মনে এলে

বুকের কোণে সুখের আশা

                এ চিরদিন আপনি খেলে৷

তাই কবিতায় খেলছে কথা

                খেলছে গানে সুরের বাণী,

এ আয়োজন সুধা রসের

                সে কথাটা সবাই মানি৷

এ শুধু নয় মাতৃভাষা

                ছন্দে বাঁধা জন্মান্তরে

বোশেখ থেকে চৈতী রাতে

                জ্যোছ্না ছড়ায় বাড়ি–ঘরে

যতই ভালবাসি তোমায়

                জীবন জোড়া এ যে নেশা

হৃদয় ধরে টান মারে সে

                মাতৃভাষা আমার ভালোবাসা৷