বীরভূমের মহম্মদ বাজার থানার আদিবাসী গ্রাম অঙ্গাগড়িয়ার মহিলারা গত ১৭ই মার্চ দল বেঁধে মহম্মদবাজার থানা, বিডিও অফিস ও গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে গ্রামে মদ্যপান নিষিদ্ধ করার দাবী রাখেন৷ তাদের অভিযোগ তাদের গ্রামের সবাই খেটে খাওয়া মানুষ মদ্যপান করে তাঁদের স্বামীরা ঠিকমত রোজগার করতে পারছে না৷ একদিন খুব করে মদ্যপান করে অনেকে কয়েকদিন কাজেও যাচ্ছে না, কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে৷ ফলে পরিবারের সবাইকে অর্ধাহারে, অনাহারে থাকতে হচ্ছে৷ মেয়েরা মদ্যপান করতে নিষেধ করলে তাদের মারধর করছে৷ অনেকে মদ্যপান করে মদ্যপ অবস্থায় নিজের বাড়ীতে আক্তন ধরানোর চেষ্টাও করছে৷ সংসারে সবসময় অভাব লেগে থাকছে
এই পরিপ্রেক্ষিতে মহিলাদের দাবী, মদ্যপান নিষিদ্ধ করা হোক৷ গ্রামে মদ বিক্রি যেন না হয় তার ব্যবস্থা করা হোক৷ প্রশাসন তাদের দাবী মত মদ্যপান নিষিদ্ধ না করলে তারা বৃহত্তর আন্দোলনের সামিল হবেন বলেই জানিয়ে দিয়েছেন৷ তাদের দাবীর পরিপ্রেক্ষিতে প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে৷ মহম্মদবাজার থানার বিডিও বলেছেন আমরা আবগাড়ি দপ্তর ও থানাকে বিষয়টি ক্তরুত্ব দিয়ে বিবেচনা করার কথা বলব৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়