মেদিনীপুরে আনন্দপূর্ণিমা উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর ঃ গত ২৯শে এপ্রিল মেদিনীপুরের কেরাণীতলায়  অবস্থিত  আনন্দমার্গ আশ্রমে ভগবান শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  ৯৮তম  জন্মজয়ন্তী যথোচিত  মর্যাদার  সঙ্গে পালিত হয়৷ সকাল ৫-৩০ থেকে প্রভাত সঙ্গীত  পরিবেশিত হয়৷  বাবার জন্মমুহূর্তে  সকাল ৬-০৭ মিনিটে  ‘পরমপিতা বাবা কী জয়ধবনি’ ও  উলুধবনি  দেওয়া হয়৷  এরপর জন্মদিনের  গান, কীর্ত্তন ও মিলিত সাধনা হয়৷  তারপর বিভিন্ন ভাষায়  আনন্দবাণী পাঠ করা হয়৷ সকাল সাড়ে ৭টার সময়  টোটো সহাযোগে আনন্দমার্গীদের শোভাযাত্রা  বেরিয়ে  সারা  শহর পরিক্রমা করে৷ আশ্রমে  সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত অখন্ড ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন  অনুষ্ঠিত হয়৷  তারপরে  স্কুলের  ছাত্র-ছাত্রাদের  মধ্যে ‘বাবার গল্প’ বলার প্রতিযোগিতা হয় ও সেরা ১০জনকে পুরসৃকত করা হয়৷ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী জন্মদিন উপলক্ষ্যে  মেদিনীপুরের বিভিন্ন শিল্পীদের  দ্বারা চিত্রপ্রদর্শনীর আয়োজনও  করা হয়েছিল৷ এতে  প্রায় সাড়ে  তিন শত শিল্পী অংশগ্রহণ করেছিলেন৷ আনন্দমার্গ সেবাদল (এল))-এর  পক্ষ থেকে দুঃস্থ মহিলাদের মধ্যে  বস্ত্র বিতরণেরও কর্মসূচী ছিল৷ এরপর সমাজে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  বহুমুখী অবদানের  ওপর বিভিন্নজন বক্তব্য রাখেন৷ সবশেষে ভক্তদের মধ্যে  প্রসাদ বিতরণ করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি আশিস মন্ডল, মনোরঞ্জন মন্ডল, অসীম পাল, অসীম সাধু, কল্পনা গিরি ও অন্যান্য মার্গীভাইবোনদের  অক্লান্ত  প্রচেষ্টায় সুন্দরভাবে  সুসম্পন্ন হয়৷