কেরানীটোলা ঃ গত ১৪ই এপ্রিল, শনিবার বাংলাবর্ষ বিদায় বেলায় সাড়ম্বরে আয়োজিত হল ‘প্রাউটিষ্ট ইউনিবার্র্সল’ PU) উদ্যোগে মেদিনীপুর আনন্দমার্গ স্কুলে একটি মনোজ্ঞ তত্ত্বসভা৷ উক্ত সভায় আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সমাজের সার্বিক অবক্ষয় ও তার থেকে পরিত্রাণের পথ’৷ প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট প্রাউট তাত্ত্বিক আচার্য রবীশানন্দ অবধূত৷ তিনি তাঁর বক্তব্যে খুব সুন্দর বিশ্লেষণের মাধ্যমে বলেন যে,সমগ্র বিশ্বজুড়ে মানুষ আজ দিশাহারা৷ এই সংকট থেকে পরিত্রাণের পথ পেতে গেলে চাই সমাজে কিছু আদর্শ মানুষ তবেই তৈরী হবে আদর্শ সমাজ৷ আধ্যাত্মিক অনুশীলন ব্যাতীত আদর্শ মানুষ গড়া অসম্ভব৷ আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে সমাজ গড়ার পূর্ণাঙ্গ দিশা দেখিয়েছেন বিশ্ববরেণ্য ঋষিশ্রী প্রভাতরঞ্জন সরকার৷ তিনি বলেন যে প্রাউটের নীতি ও আদর্শের বাস্তবায়ন হলেই সকল সংকট থেকেমানুষ পরিত্রাণের পথ খুঁজে পাবে৷ কলেজ ও ইউনির্ভাসিটির বহু ছাত্রের সমাগমে তত্ত্বসভাটি খুবই আকর্ষণীয়হয়ে ওঠে৷ প্রাউটিষ্ট ছাত্র নেতা সৌমিত্র পাল বলেন, ‘‘আজকের দিনে এইরকম আলোচনা খুবই প্রাসঙ্গিক৷ এইরকম আলোচনাচক্র প্রতি মাসেই জেলার বিভিন্ন প্রান্তে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়’৷ উক্ত তত্ত্বসভার শেষে মধ্যাহ্ণভোজনের পর ২ জন ছাত্র আধ্যাত্মিক সাধনা শেখেন৷ ওই দিনবিকেল ৩.৩০ মিনিটেত ত্ত্বসভার সমাপ্তিতেমূল আয়োজক রাজু মান্না উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন৷