সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
নলহাটী ঃ কোলকাতার একটি সংস্থা সম্প্রতি বীরভূম জেলার নলহাটির একটি অনুষ্ঠান ভবনে হাতে-কলমে প্রমাণ করে দেখিয়েছে মানুষের মেধার বৃদ্ধি সম্ভব৷ অনুষ্ঠানটির আয়োজন করে নলহাটির আর এস একাডেমী অফ একসেলেন্স৷ উদ্যোক্তারা মনে করেন বাম ও ডান মস্তিষ্কের মধ্যে ভারসাম্য বজায় রেখে মানুষের মেধা বাড়ান যায়৷ সংস্থার ছাত্র-ছাত্রারা চোখ বাঁধা অবস্থায ছুঁয়ে বলে দিতে পারে ওই বস্তুর রং কি? এই কর্মশালার উদ্যোক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বর্ধমান মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মদনলাল চউধুরী৷