মেধায় কলকাতাকে ছাপিয়ে গেল গ্রামবাঙলা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা মানেই হাই-ফাই ব্যাপারে৷  আর্থিক ক্ষমতাতে এর জুড়ি মেলা ভার৷ কলকাতার সঙ্গে গ্রাম বাঙলার  তুলনাই করা চলে না৷ না  আর্থিক দিক থেকে  না কৌলিন্যের  দিক থেকে , না  বিভিন্ন সুযোগ সুবিধার দিক থেকে৷

তবু মেধাতে কলকাতাকে টপকিয়ে  গেল গ্রাম বাঙলা৷ অন্ততঃ এবারের মাধ্যমিকের ফলাফল তো তা-ই  বলে৷

গত ১২ই মার্চ মাধ্যমিকের  পরীক্ষা হয়েছিল৷ শেষ ১৬ এপ্রিল৷  ৭৭ দিন পরে রেজাল্ট৷ পরীক্ষার্থী ১০লাখ ৮৪ হাজার ১৭৮ জন৷ মাধ্যমিকে  পাশের হার ৮৪.৮৯ শতাংশ৷

ফলপ্রকাশের  পর দেখা গেল কলকাতাকে ছাড়িয়ে এবার মাধ্যমিকে  প্রথম  দশটি  স্থান দখল করেছে গ্রাম বাঙলা তথা গ্রাম বাঙলার  অন্যান্য শহরের ছেলে মেয়েরা৷ প্রথম দশের  মধ্যে প্রথম হয়েছে সঞ্জীবনী দেবনাথ  (নম্বর ৬৮৯) কোচবিহার  সুনীতি এ্যাকাডেমীর  ছাত্রা৷ ৬৮৭ পেয়ে তৃতীয় স্থান পেয়েছে ৩জন৷ তার মধ্যে কোচবিহারের একজন রয়েছে---নাম ময়ূরাক্ষী সরকার৷

প্রথম দশের মধ্যে অন্যান্য স্থানাধিকারীরা বর্ধমান, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর প্রভৃতির৷