মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যবসায় জড়িত বহু চিকিৎসকও

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বাক্সভর্তি মেয়াদ ফুরিয়ে যাওয়া এ্যাণ্টিবায়োটিক ও ভিটামিন সহ বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধের ষ্ট্রিপ থেকে তারিখ মুছে ফেলে সেখানে রিপ্রিণ্ট করা হত নোতুন তারিখ৷ ব্যস, মেডিক্যাল রিপ্রেজেণ্টটেটিভদের মাধ্যমে ও বেশ কিছু নামিদামী ডাক্তারের সহযোগিতায় আবার চলে যেত দোকানে৷
এইভাবে ভেজাল বহু প্রাণদায়ী ওষুধ থেকে কত জীবন যে হানি হয়েছে---তা এখন হিসেব নেই পুলিশ তদন্ত করে দেখছে, এই দুর্নীতির সঙ্গে বহু নামীদামী চিকিৎসকও জড়িয়ে আছেন৷ সম্প্রতি এই ধরণের দুর্নীতি চক্রের হদিশ পাওয়া গেছে৷ এ রাজ্যে খোদ কলকাতায় বড়বাজার থানা এলাকাতেও পুলিশ এমনই একটি প্রেসের সন্ধান পেয়েছে যেখানে এই দুর্নীতি চলতে থাকে৷ প্রেসের মালিককেও গ্রেফতার করা হয়েছে৷ হাওড়া ও হুগলি জেলায় এ ধরণের মেয়াদ উত্তীর্ণ ওষুধের গুদামের সন্ধান পাওয়া গেছে৷ অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এই দাবী উঠেছে সর্বত্র