মহাকাশে বিলাসবহুল হোটেল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

মস্কো থেকে প্রাপ্ত সংবাদ, আগামী ৫ বছরের মধ্যে মহাকাশে  তৈরী হয়ে যাবে বিলাসবহুল হোটেল৷ রাশিয়ান মহাকাশ এজেন্সী ‘রসকসমস’ এই উদ্যোগ নিয়েছে৷  তাঁরা মহাকাশে যে বিলাসবহুল হোটেল বানাচ্ছেন৷ তাতে এক সপ্তাহ থাকতে চাইলে  খরচ পড়বে ৪০ মিলিয়ন ডলার, যা ভারতীয় টাকায় ২৫০ কোটি টাকা৷ পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশন (আই.এস.এস)-এর সঙ্গে যুক্ত থাকবে  ‘লাক্সারি অরবিট্যাল স্যুট’৷ সেখানে থাকবে একাধিক প্রাইভেট কেবিন৷ কেবিনে বসে ‘পোর্টহোল’ দিয়ে দেখা যাবে পৃথিবী৷ মহাকাশে হেঁটে চলে বেড়াবারও ব্যবস্থা থাকবে বলেও বলা হয়েছে৷