লেখক
প্রভাত খাঁ
আত্মার পরমাত্মীয় তুমি
তাই স্বনামে খ্যাত যে তুমি
ধরনীর ধূলি পরে আনন্দ মূরতি৷
জগৎ কল্যাণ হেতু তুমি এসেছিলে,
কর্মযজ্ঞে যাহাদের তুমি ডাক দিলে,
তারাই আসিল হেথা তোমার ইচ্ছায়
দূরে ফেলি সকল চিন্তায়৷
জ্ঞান কর্মভক্তির তুমি জীবন্ত মূর্ত্তি
সৃষ্টি স্থিতি, লয় মাঝে তোমাতেই
তুমি লীলা করে চলো অহঃরহ
তাই ‘প্রপত্তি ’ সার্থক হোক্ ভক্তবৃন্দ মাঝেই৷
হে পরমপুরুষ তুমি নিঃশেষে সবকিছু
করে গেলে দান জগৎ কল্যাণে!
তোমার প্রদত্ত অষ্টাক্ষরি মহামন্ত্র
আহ্বান করে তোমাকেই
আজিকার মহাপ্রয়াণ দিনে !
- Log in to post comments