মণিপুরের বাঙালী অধূ্যষিত জিরিবাম জেলা থেকে এবার বিধানসভা আসনে আমরা বাঙালী সমর্থিত নির্দল সদস্য আশাবুদ্দিন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন৷ তাঁকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করার পরেই মণিপুরের উগ্র জাতীয়তাবাদী দল ডেমোক্র্যাটিক স্টুডেণ্টস্ অফ মণিপুর ফতোয়া জারী করেছে৷ বিজেপি বা কংগ্রেস যে কেউ সরকার গঠন করুক৷ জিরিবামের আমরা বাঙালী সমর্থিত বাঙালী প্রতিনিধি আশাবুদ্দিনকে যেন কোন পক্ষই মন্ত্রিসভার অন্তর্ভুক্ত না করে৷ উক্ত বাঙালী প্রতিনিধির বিরুদ্ধে ডেমোক্র্যাটিক স্টুডেণ্টস্ অফ মণিপুর সহ কয়েকটি উগ্র মণিপুরী সংঘটন ব্যাপক প্রচার চালাচ্ছে সদ্য৷ গঠিত বিজেপি মন্ত্রিসভায় তাঁকে অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরুদ্ধে তারা তীব্র আন্দোলনে সামিল হয়েছে উক্ত সংঘটনের বাঙালী বিদ্বেষী এই বিষোদ্গারের প্রতিবাদে গত ১৫ই মার্চ জিরিবামে এক বিশাল সমাবেশ হয়েছে ওই সমাবেশে আমরা বাঙালী সহ আরও যে সমস্ত সংস্থা যোগদান করেছিলেন তাদের মধ্যে আছে অল জিরিবাম লিঙ্গুইষ্টিক মাইনরিটি পিপলস্ অর্গানাইজেশন, মার স্টুডেণ্টস্ এ্যাশোসিয়েশন, বরাক ব্রাদার্স ইয়ূনিয়ন, অল মণিপুর বেঙ্গল স্টুডেণ্টস্ ইয়ূনিয়ম, জিরিবাম মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংঘটন, মণিপুর মুসলিম সংঘটন প্রভৃতি৷ এই সমাবেশে আমরা বাঙালী অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উগ্র বাঙালী বিদ্বেষী সংঘটনগুলির বিরুদ্ধে কড়া বার্তা প্রেরণ করেন৷ তাঁরা জানান তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷
আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় ও কেন্দ্রীয় সহ সচিব তারাপদ বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তিতে উগ্র জাতীয়তাবাদী মণিপুরী সংঘটনগুলির এই বাঙালী বিদ্বেষী মনোভাবের তীব্র সমালোচনা করেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়