মোদী সরকারের সেমিফাইন্যাল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

৫ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে নবেম্বর ও ডিসেম্বরে৷ ঠিক তার পরেই অর্থাৎ ২০১৯-এই লোকসভা নির্বাচনে কেন্দ্রের মোদি সরকারের ভাগ্যপরীক্ষা৷ নবেম্বর-ডিসেম্বরে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন কী হবে তাতে কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনের ফলাফলের আভাস মিলবে৷ তাই বিজেপি ও বিরোধী পক্ষ --- উভয়ের কাছে এই বিধানসভা নির্বাচনগুলির বাড়তি গুরত্ব রয়েছে৷ এখন থেকে দু-পক্ষ মরিয়া হয়ে যুদ্ধজয়ের প্রস্তুতিতে নেমে পড়েছে৷

বিরোধীতাদের কাছে বড়ো হাতিয়ার --- (১) পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যা সব রেকর্ড ছাপিয়ে গেছে৷

(২) ডলারের বিনিময়ে টাকার দামের পতন সর্বকালীন রেকর্ড ছাপিয়েছে৷

(৩) ঋণখেলাপীর পাণ্ডা নীরব-মেহুলের সঙ্গে মোদি ও তাঁর সহযোগীদের যোগসাজসের মারাাত্মক অভিযোগ ৷

(৪) রাফেল যুদ্ধবিমান ক্রয় মারাত্মক দুর্নীতি ইত্যাদি৷

এ সমস্ত ব্যাপারে মোদি বেশ কিছুটা কোনঠাসা ও বিরোধীরা উৎসাহিত৷