গত ২৬ শে জুলাই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতিশ কুমার ইস্তফা দিয়ে নিজে সরকার ভেঙে দেন৷ রাজ্যপালের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে বলেন --- ‘আমি দুর্নীতির সঙ্গে আপোষ করিনা ,তাই উপমুখ্যমন্ত্রী তেজস্বীর বেনামী সম্পত্তি রাখাকেও আমি সমর্থন করতে পারছি না বলে নিজেই এই সরকার ভেঙে দিলুম’৷
তবে নীতিশ লালুর এই জোট ভেঙে যাওয়ার অব্যবহিত পরে বিজেপি নীতিশের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব দেয়৷ ফলে ৫ ঘন্টার মধ্যেই নতুন করে বিজেপি বিধায়কদের নিয়ে সরকার গড়ার জন্যে নীতিশ আবার রাজভবনে যান , নতুন সরকার গড়ার দাবী নিয়ে৷ সিদ্ধান্ত হয়, নীতিশের জে.ডি ইউ ও বিজেপি- দু’দলের ১৩ জন করে মন্ত্রী হবেন৷ উপমুখ্যমন্ত্রী হবেন সুশীল মোদী৷
সেই অনুসারে ২৭শে জুলাই নীতিশ কুমারের নেতৃত্বে জেডি.ইউ ও বিজেপি জোটের নুতন সরকার গঠিত হয়৷ এই নুতন জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার ও অন্যান্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান বিহারের ভারপ্রাপ্ত রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি৷