সংবাদদাতা
পি.এন.এ
সময়
১৯৭১ সালের ৭ই মার্চে দেওয়া মুজিবের ঐতিহাসিক বত্তৃণতাকে ‘মেমারী অব দ্য ওয়ার্ল্ড’-ও ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিল রাষ্ট্রসংঘের ‘ইউনেস্কো’৷ শেখ মুজিবর রহমান তাঁর এই ১৭ মিনিটের জ্বালাময়ী বক্তৃতায় তৎকালীণ পূর্ব পাকিস্তানের বাঙালীদের সর্বস্বপণ করে স্বাধীনতার লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করে৷ তারপরই শুরু হয়ে যায় পূর্ব-পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম ও তার ফলে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ৷