গত ২৭শে জুন বীরভূম জেলার মুরারৈ আনন্দমার্গ স্কুলের নবনির্মিত কক্ষ ও সুতপা সিন্হা স্মৃতিকক্ষের উদ্বোধন করলেন জেলার ভুক্তিপ্রধান শ্রী কেশবচন্দ্র সিন্হা৷
অনুষ্ঠানের শুরুতে প্রবীণ আনন্দমার্গী শ্রী অনন্ত মালাকার মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এর পর শ্রীমতী প্রতিমা সরকার প্রদীপ প্রজ্বলন করেন৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রথিতযশা গায়ক মোহিনী কুণ্ডু৷ প্রভাত সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী বন্দনা দে ও শ্রীমতী মণিকা ঘোষ৷ তারপর অখণ্ডকীর্ত্তন মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায় অনুষ্ঠিত হয়৷
মার্গগুরুদেব ও আনন্দমার্গের আদর্শের ওপর বক্তব্য রাখেন অনন্ত মালাকার, সৃষ্টিধর সরকার ও ভুক্তিপ্রধান কেশবচন্দ্র সিন্হা মহাশয়৷ সুতপা সিন্হা সম্পর্কে স্মৃতিচারণ করলেন বিশ্বনাথ দত্ত৷ স্কুলের সভাপতি বাঁশরী মোহন দত্ত ধন্যবাদ জ্ঞাপন করেন৷ সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন মোহিনী কুন্ডু, তাঁকে তবলায় সহযোগিতা করেন প্রভাকর চক্রবর্তী৷ মিলিত আহারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷