মুরারই আনন্দমার্গ স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বীরভূম জেলার মুরারই আনন্দমার্গ স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে পালিত হল৷ মোহিনী মোহন কুন্ডুর উদ্ধোধনী সঙ্গীত তুমি আছো তাই প্রভু রয়েছে জগৎপ্রভাত সঙ্গীত দর্শকদের মন ছঁুয়ে যায়৷ এরপর সভাপতি আনন্দমর্গের নব্যমানবতাবাদভিত্ শিক্ষা ব্যবস্থার  প্রবর্তক  মহান দার্শনিক প্রভাত রঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্জ্বলন করেন৷ এরপর মঙ্গলদ্বীপ জ্বেলে নৃত্যানুষ্ঠান হয়৷ তুমি রূপে ভূবন’, ‘তুম হো জগৎপতি’,’বসন্ত আজ এলো বনে বনে’, ‘নাচের তালে এগিয়ে চলেপ্রভৃতি প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য প্রদর্শন করে শিশুশিল্পীগণ সকলের হৃদয়ে স্পর্শ করে৷ এছাড়া কৌশিকী নৃত্য প্রদর্শিত  হয়৷ মুরারই রক-কালচারের উদীয়মান শিল্পীগণ তোমার নামের তরী বেয়ে’, ‘আমার কৃষ্ণ কোথায় বল’,’I love this tiny green island’ প্রভাত সঙ্গীতগুলি পরিবেশন সকলের দৃষ্টি আকর্ষণ করে৷ ডঃ অরিন্দম্ সিনহা, রামপুরহাট কলেজের প্রফেসর, আনন্দমার্গ স্কুলের বিল্ডিং ও প্রশস্ত জায়গা দেখে সন্তোষ প্রকাশ করেন৷ তিনি স্কুলের মাঠটিকে আরও একটু বড় করার জন্যে বলেন ও অভিভাবকদের এ বিষয়ে আর্থিক সহায়তা করার জন্যে অনুরোধ করেন৷

সর্বশেষে চণ্ডালিকাগীতিনাট্য ও তান্ডব নৃত্য স্কুলের প্রাক্তন ছাত্র সুমিত পাল স্কুলের ছাত্র-ছাত্রাদের নিয়ে প্রদর্শন করে প্রশংসা অর্জন করেন ৷ এছাড়া প্রাক্তন ছাত্রা রাণী শর্র্ম, টুইংকল কেশরী ও অতিথি  শিল্পী সোমা মন্ডল ছাত্রদের নৃত্যের ব্যাপারে প্রশিক্ষণ দেন৷ প্রাক্তন ছাত্রা ইয়াসমিনা বেগম (রূমপা) ও পাইকর ডিউড্রপ স্কুলের শিক্ষক রূপনাথ রায় অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সঞ্চালনা করেন৷