মুরগির মাংসে বিষাক্ত কেমিক্যাল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সম্প্রতি মুরগির মাংস সংরক্ষণে বিষাক্ত কেমিকেলের ব্যবহার নিয়ে কলকাতাসহ  শহর অঞ্চলে হইচই পড়ে গেছে৷  এই খবরে শহরের মানুষ আতঙ্কিত৷  একে নিরসন করতে অর্থাৎ এই বিষাক্ত কেমিকেলের ব্যবহার আটকাতে কলকাতা পুরসভার  চিফ মিউনিসিপ্যাল অফিসারকে রাজ্যস্বাস্থ্যদপ্তরের্ আধিকারিকদের  সঙ্গে যোগাযোগ  করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে৷ এছাড়া  একই সাথে ইবি-র আধিকারিকদের সাথেও বৈঠক করা একান্ত প্রয়োজন৷

কেমিকেল মিশিয়ে মুরগির মাংস সংরক্ষণের  খবর যাচাই  করতে যাদবপুর পৌরসভার  সাথে এগিয়ে এসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  বিশেষজ্ঞরা৷ তাঁরা এন্টালি মাার্কেটসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ করেছেন পুরসভার স্বাস্থ্য-কর্মীরা ৷ জানা গেছে, পুরসভার  ল্যাবেই নমুনাগুলো পরীক্ষা করা হবে৷ এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বিনামূল্যে পরীক্ষা করতে রাজি হয়েছেন৷ আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই সংগৃহীত নমুনার রিপোর্ট পাওয়া যাবে৷