নবিপুর ঃ মুর্শিদাবাদ জেলার নবীপুর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ তপারতি আচার্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের অকুন্ঠ সহযোগিতায় ৩১শে মার্চ ও ১ এপ্রিল দুইদিন ব্যাপী আনন্দমার্গের সাধনা বিষয়ক একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়৷ আলোচনাচক্রে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আচার্য রবীশানন্দ অবধূত৷
দুদিন ধরে এই আলোচনা চক্রে ১১০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য৷ তিনি বলেন সমগ্র বিশ্বজুড়ে মানুষের জীবনে যে সার্বিক অবক্ষয় নেমে এসেছে এর থেকে পরিত্রাণ পেতে সমাজে আদর্শ মানুষ দরকার তবেই আদর্শ সমাজ তৈরী হবে৷ এর জন্য চাই একটা আধ্যাত্মিক পরিমন্ডল৷ আনন্দমার্গ নিরলস ভাবে সারা বিশ্ব জুড়ে সেই কাজই করে চলেছে৷ প্রধান অতিথি আচার্য রবীশানন্দ অবধূত তাঁর বক্তব্যে বলেন--- আধ্যাত্মিকতা মানুষের জন্মগত অধিকার৷ আধ্যাত্মিক সাধনা প্রতিটি মানুষেরই করা উচিত৷ মানুষকে ভাবতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করণীয়, কোনটা অকরণীয়,সব জিনিসের ভাল দিকটা গ্রহণ করতে হবে, মন্দ দিকটা বর্জন করতে হবে৷ এই বিচার প্রবণ ভাবটা অর্জন করতে হলে সব মানুষকে আনন্দমার্গের কল্যাণের পথে দ্রুত এগিয়ে আসতে হতে হবে৷ অর্র্থৎ যত তাড়াতাড়ি সম্ভব আধ্যাত্মিক সাধনা শিখে নিতে হবে৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও মানবমুক্তির মহামন্ত্র ‘‘াা নাম কেবলম্’’ কীর্তন পরিচালনা করেন --- শ্যামলী সরকার ও বিশ্বরূপ প্রামাণিক৷
দ্বিতীয় দিনে ডাঃ শম্ভূনাথ সরকারের নেতৃত্বে একটি মেডিকেল ক্যাম্পে ৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয় ও ওষুধ দেওয়া হয়৷
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ তপারতি আচার্যা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন৷