সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
রায়রংপুর (ময়ূরভঞ্জ) ঃ গত ১৩ই আগষ্ট ময়ূরভঞ্জ জেলার বিষয়ী ব্লকের ডুমুরডিহা গ্রামে তিন ঘণ্টা ব্যাপী ‘‘বাবানাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই অখণ্ড কীর্ত্তনের পর আচার্য ব্রতনিষ্ঠানন্দ আনন্দমার্গের সাধনা ও ভক্তিতত্ত্বের ওপর আলোচনা করেন৷ তত্ত্বসভার পরে ১৫ জন আনন্দমার্গের সাধনা শেখেন৷
পাশাপাশি এখানে এইদিন সারাদিন ধরে চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হয়৷ এই চিকিৎসা শিবিরে বিনা ব্যয়ে দেড় শতাধিক দুঃস্থ রোগীর চিকিৎসা করা হয় ও বিনামূল্যে ওষুধও দেওয়া হয়৷ ডঃ যুধিষ্টির মাহাত ও ডঃ শ্রীকান্ত মাহাত বিনা পারিশ্রমিকে চিকিৎসা করেন৷
কীর্ত্তন শেষে নারায়ণ সেবার অনুষ্ঠানে সমস্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷