নৈহাটির ‘ঐকতান’ মঞ্চে  প্রভাত সঙ্গীতের ৩৫ বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে মনোজ্ঞ অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশ্ববন্দিত মহান দার্শনিক ও সঙ্গীতগুরু শ্রী প্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীতের ৩৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে  ১২ই নভেম্বর ২০১৭, রবিবার বিকেল ৫টায় রেণেশাঁ আর্টিষ্ট এ্যন্ড রাইটার্স এ্যসোসিয়েশন কাঁকিনাড়া ও নৈহাটি শাখার যৌথ উদ্যোগে বাংলার সাংসৃকতিক পীঠস্থান নৈহাটির ‘ঐকতান’ মঞ্চে অনুষ্ঠিত হ’ল প্রভাত সঙ্গীত অবলম্বনে সাংসৃকতিক অনুষ্ঠান ও এক মনোজ্ঞ  আলোচনা সভা৷ অনুষ্ঠানের শুরুতে কাঁকিনাড়া রাওয়া শিল্পী গোষ্ঠী সমবেত প্রভাত সঙ্গীত ‘‘সবারে করি আহ্বান’’ পরিবেশন করেন৷ উক্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিশিষ্ট প্রাউটিষ্ট মাননীয় শ্রী জয়ন্ত দাশ মহাশয়৷ অনুষ্ঠানে আহ্বায়ক  ছিলেন গৌতম মন্ডল৷  সভাপতির আসন অলংকৃত করেন আনন্দমার্গের বিশিষ্ট সন্ন্যাসী ও প্রাউট-তাত্ত্বিক

 আচার্য ত্র্যম্বকেশ্বরানন্দ অবধূত৷ প্রধান অতিথির আসন অলংকৃত করেন নৈহাটি ঋষি বঙ্কিম কলেজের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক  ডঃ অরিন্দম মল্লিক৷  ‘প্রাউটই একমাত্র সমাধান’ এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন---আজ সারা বিশ্ব জুড়ে চলেছে পুঁজিবাদী শোষণ৷ মার্কস্বাদ তার ব্যর্থতা প্রমাণ করেছে৷ এখন নিপীড়িত মানবতার শোষণমুক্তির একমাত্র পথ ‘প্রাউট’৷

‘‘সঙ্গীত ও সাহিত্যে  আনন্দমূর্ত্তিজীর অবদান’’

এই বিষয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আনন্দমার্গের কেন্দ্রীয় প্রকাশন সচিব আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত৷

আনন্দমার্গের গুরুকুল সচিব আচার্য্য হরাত্মানন্দ অবধূত ‘‘বর্তমান পরিস্থিতিতে  আনন্দমার্গের ভূমিকা’’ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন---আনন্দমার্গ এক সর্বানুসূ্যত দর্শন৷ এই দর্শনে সমাজের সমস্ত প্রকার সমস্যারই সুষ্ঠু সমাধানের পথ রয়েছে৷

বিশেষ অতিথির আসন অলংকৃত করেন আনন্দ মার্গের প্রবীণ সন্ন্যাসী ও কেন্দ্রীয় কমিটির প্রবীণ সদস্য আচার্য্য সর্বেশ্বরানন্দ অবধূত, আচার্য্য তন্ময়ানন্দ অবধূত, উঃ২৪ পরগণা জেলার ভুক্তি প্রধান শ্রী সন্তোষ কুমার বিশ্বাস প্রমুখ৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন নীরাঞ্জনা রায়, তানিয়া দাম ও পার্থপ্রতিম মুখোপাধ্যায়৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন কাঁকিনাড়া ‘নক্ষত্র শিক্ষামন্দিরে’র ছাত্র-ছাত্রাবৃন্দ৷  একক নৃত্য পরিবেশন করেন সায়ন্তনী চক্রবর্তী৷

অনুষ্ঠানে  সর্বশেষ আকর্ষণ ছিল আচার্য তন্ময়ানন্দ অবধূত রচিত ও নির্দেশিত  নাটক ‘‘মুক্তভূমির মেয়ে’’৷

দর্শকবৃন্দ কর্ত্তৃক অনুষ্ঠানটি যথেষ্ট প্রশংসিত হয়েছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উঃ ২৪ পরগণা জেলার প্রাউটের ভুক্তিপ্রধান মিন্টু বিশ্বাস,  শৈলেন মজুমদার  প্রমুখ৷ 

অনুষ্ঠানের  দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন শ্রী উজ্বল ঘোষ ও প্রথম পর্ব সঞ্চালনা করেন শ্রী গৌরাঙ্গ ভট্টচার্য৷