নারী প্রতিবাদে নামখানায় গার্লস্ প্রাউটিষ্টদের স্মারক পত্র  পেশ ও পথসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

এখনও প্রতিদিন সমাজে নানান অজুহাতে বধূনির্যাতন, বধূহত্যা, তথা নানাভাবে নারী নির্যাতন চলছে৷ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী নির্যাতনের প্রতিবাদে ও সমাজের প্রতিটি নারীর সামাজিক অর্থনৈতিক নিরাপত্তার দাবীতে গার্লস্ প্রাউটিষ্টের তরফ থেকে গত ৯ই জুন দক্ষিণ ২৪পরগণার নামখানাতে স্থানীয় বিডিওর কাছে এক স্মারকপত্র দেওয়া হয় ও নামখানা ফেরীঘাটে গার্লস্ প্রাউটিষ্টের তরফ থেকে এক পথসভারও আয়োজন করা হয়৷ এই পথসভায় সমাজের নানাস্তরে নারী নির্র্যতনের প্রতিবাদে ও সর্বক্ষেত্রে প্রতিটি নারীর সামাজিক অর্থনৈতিক নিরাপত্তার দাবীতে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ অদ্বৈতা আচার্যা, অবধূতিকা আনন্দ রূপাতীতা আচার্যা, অবধূতিকা আনন্দগতিময়া আচার্যা, তাপসী মাইতি, জয়শ্রী মাইতি প্রমুখ৷ গার্লস্ প্রাউটিষ্টের তরফ থেকে বিডিও অফিসে ডেপুটেশেনের নেতৃত্ব দেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, আনন্দ অদ্বৈতা আচার্যা, আনন্দ কৃষ্ণপ্রভা আচার্যা, শ্রীমতী তাপসী মাইতি ও জয়শ্রী মাইতি ৷ সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন অবধূতিকা আনন্দ রেখা আচার্যা।