নারীদের কল্যাণে পিঙ্কথন দৌড়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ক্রীড়া সংবাদদাতা ঃ আগামী ২৬ মার্চ কলকাতায় পিঙ্কথন দৌড় অনুষ্ঠিত হবে৷ এই দৌড়ের মূল লক্ষ্যই হল নারীদের সুস্থ রাখা যাতে নারীরা তাদেরসুগঠিত স্বাস্থ্যের অধিকারী হয়ে সমাজের উন্নয়নের উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে৷ এতে নারীরা নিজেরা যেমন বিকশিত হবেন তেমনি সমাজও বিকশিত হয়ে উঠবে৷ এই দৌড়ের প্রধান উদ্যোক্তা অভিনেতা মিলন্দ সুমান হোলির আগে তিনি কলকাতায় ঘুরে গেলেন ও পিঙ্কথন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যে মহিলাদের উৎসাহিত করলেন৷ গুলাল দৌড় অনুষ্ঠানের মাধ্যমে গুলাল মানে গোলাপী এই গোলাপী রং মেয়েদের সৌন্দর্যের প্রতীক মোটকথা নারীদের শক্তি, সামর্থ্যকে বাড়ানোর লক্ষ্যে তিনি শুধুমাত্র মেয়েদের জন্যে নানান দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন৷ সম্প্রতি রিক্সা দৌড়েরও আয়োজন করেছিলেন---যার শ্লোগান ছিল ইচ ওয়ান, খিচ ওয়ান৷ একজন নারী অন্য একজন নারীর শারীরিক সুস্থাতার কথা ভেবে তাকে এই দৌড়ে অংশ নেবার জন্যে টেনে নিয়ে আসবে---এটাই এর লক্ষ্য৷