সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৫ই এপ্রিল বাংলার নববর্ষ উপলক্ষ্যে ‘আমরা বাঙালী’ কোচবিহার জেলার উদ্যোগে এক গণশুভেচ্ছার কর্মসূচী পালন করা হয়৷ খাগড়াবাড়ি থেকে শুরু করেবাণেশ্বর, থানেশ্বর, গোপালপুর, ঢাংঢিংগুড়ি, রাজারহাট, পুন্ডিবাড়ি, ঘোকসাডাঙ্গা, প্রেমের ডাঙ্গা, ঘুঘুমাড়ী, বাবুরহাট, চকচকা হয়ে পুনরায় খাগড়াবাড়িতে এসে এই শোভাযাত্রাটি সমাপ্ত করা হয়৷
এই পথপরিক্রমায় আপামর বঙ্গবাসীকে প্রীতিশুভেচ্ছা জানানোর পাশাপাশি আবেদন জানানো হয় সরকারী বেসরকারী সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ, বাংলায় নামের ফলক ইত্যাদি বাংলাতে করার জন্যে এই পথপরিক্রমা অনুষ্ঠানটি পরিচালনা করেন সন্তোষ কুমার মোদক (কোচবিহার জেলাসচিব)৷ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলেন্দ্রনাথ রায়, শ্রীমতী প্রতিমা রায়, শ্রীমতী অর্চনা ভৌমিক, শ্রী স্বদেশ সরকার, শ্রী হীরক দেবনাথ ও রবীন্দ্রনাথ সরকার প্রমুখ৷