নবেম্বরের অষ্ট্রেলিয়া সফরে সেখানকার পিচে খেললে কোন সমস্যার সৃষ্টি হবে না--- আশ্বাস দিলেন ওয়াটসন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

এ বছরের আগামী নবেম্বর মাস থেকে শুরু ভারতের অষ্ট্রেলিয়ার সফর৷ ইংল্যাণ্ডে ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি হলেও শেন ওয়াটসন মনে করেন, অষ্ট্রেলিয়ায় এ রকম হাল হবে না৷

ইংল্যাণ্ডের বিরুদ্ধে চলতি সিরিজে একমাত্র বিরাট কোহালি ছাড়া ভারতের আর কোনো ব্যাটসম্যান ইংল্যাণ্ডের স্যুইং সামলাতে পারেদ নি৷ সামান্যতম যারা খেলতে পেরেছিলেন তাদের মধ্যে ছিল রাহানে ও পুজারা৷ ভারতীয় ব্যাটসম্যানদের হাল দেখার পর ওয়াটসন্ মন্তব্য করেন যে স্যুইং বলে খেলা সহজ কাজ নয়৷ অষ্ট্রেলিয়াও যখন ইংল্যাণ্ডে যাবে খেলতে তখন তারাও সমস্যায় পড়বে৷ ইংল্যাণ্ড হল এমন একমাত্র দেশ যে সেখানে পরিবেশের জন্যে বল এতটা স্যুইং করে৷ হঠাৎ করে তিনবছর পরে ইংল্যাণ্ডের মাঠে খেলতে নেমে জিতে ফেরা মোটেও সহজসাধ্য নয়৷ তিনি আরও বলেন কোন আন্তর্জাতিক দলের ব্যাটসম্যানদের বিদেশের মাটিতে সুইং খেলতে পারে না৷ তাই বিদেশ সফরে সেই দলের সমস্যা হয়৷

 কিন্তু ওয়ার্টসন জানান যে ভারতীয়দের জন্য সুখবর একটা যে নবেম্বর মাসে ভারত অষ্ট্রেলিয়াতে খেলতে গেলে তাদের সুইং খেলতে খুব একটা সমস্যা হবে না৷