নবরায়নগর ও পলতায় অখন্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নবরায়নগর ঃ গত ২৫শে মার্চ সকাল ৬টা হতে ১২টা পর্যন্ত নদীয়ার নবরায় নগর নিবাসী শ্রীমতি শিপ্রা সরকারের বাড়ীতে ৬ঘন্টাব্যাপী অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই অখন্ড কীর্ত্তনে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আনন্দমার্গীগণ যোগদান করেন৷ কীর্ত্তন শেষে মিলিত ধ্যান, গুরুপূজা অনুষ্ঠিত হয়৷ স্বাধ্যায় পাঠ করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ কীর্ত্তন মহিমা ও ভক্তিতত্ব নিয়ে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ সদাব্রত অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে সুস্বাদু আহার বিতরণ করা হয়৷

পলতা ঃ গত ২৫শে মার্চ সন্ধ্যায় পলতা নিবাসী শ্রী নীরেন্দ্র কিশোর সরকার ও শ্রীমতী স্বাতী সরকারের বাড়ীতে ৩ ঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের পূর্বে ভক্তিমূলক প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশিত হয়৷ উত্তর ২৪ পরগণা জেলার বিভিন্ন স্থান থেকে আনন্দমার্গীগণ এই কীর্ত্তন অনুষ্ঠানে যোগদান করেন৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা ও গুরুপূজার পর স্বাধ্যায় পাঠ করেন আচার্য বোধিজ্ঞানানন্দ অবধূত৷ আনন্দমার্গের আদর্শ ও সাধনা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ সবশেষে আহার্য্য প্রসাদ বিতরণ করা হয়৷