লেখক
গোবিন্দ সরকার
বিধাতার এক অমোঘ সৃষ্টি ব্রহ্মাণ্ড ধরা,
জীবজন্তু কীটপতঙ্গ অরণ্যাদিলতা,
অচল মরু ঝর্র্ণ ধারা মন্দাকিনী স্রোতা৷
বিস্ময়কর সৃষ্টি যে তাঁর মানুষ হল সেরা৷
প্রিয় সৃষ্টি মানুষে কেন লোভ হিংসা দ্বেষ?
আগ্রাসনী স্বার্থযুদ্ধে ধবংস বিভীষিকা,
সুখ স্বস্তি মেলে কী কভু ? দেখে শুধু মরীচিকা৷
যাপন জীবন হাহাকারময় অনুশোচনীয় শেষ৷
সেরার অভিধা মানুষ এবে মানবিক হও দেখি,
প্রেম ভালবাসা সেবা কর্মে ধরাকে করতো সুখী৷
তিমির রাত্রি অবসান হোক ভরুক প্রভাত দ্যুতি,
নব্যমানবতা ছড়িয়ে পড়ে শ্রষ্টা আনন্দমূর্ত্তি৷
সকলজীবে হার্দিকে প্রেম মনন অনুভবি,
নবচেতনার প্রভাত আলোকে দীক্ষিত হয় কবি৷
- Log in to post comments