নবরায়নগর ঃ গত ১৯শে জানুয়ারী ২০১৮ বিদ্যালয়ের অধ্যক্ষা ব্রহ্মচারিণী জয়তী আচার্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের সহযোগিতায় বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হ’ল স্থানীয় ক্লাবের ক্রীড়াঙ্গনে৷ প্রায় ১০০ ছাত্রছাত্রাকে ১১টি দলে ভাগ করে মোট ২২টি ক্রীড়া বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হ’ল৷ ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকামণ্ডলী ও স্থানীয় আনন্দমার্গের সদস্য সজল রায় ও বাবলু মণ্ডল প্রমুখ৷ ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রহ্মচারিণী জয়তী আচার্যা, অবধূতিকা আনন্দ সংশুদ্ধা, অবধূতিকা আনন্দ মনোময়া আচার্যা, ব্রহ্মচারিণী অনন্যা আচার্যা, অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা প্রমুখ৷ অভিভাবক ও ক্রীড়া পরিচালকদের জন্যে দুটি বিষয়ে প্রতিযোগিতার ব্যবস্থা ছিল৷ সমগ্র ক্রীড়ানুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট মার্গী গৌরাঙ্গ ভট্টাচার্য৷
দুর্গাপুর ঃ গত ২১শে জানুয়ারী রবিবার নদীয়া জেলার দুর্গাপুর আনন্দমার্গ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতি ছিলেন দুর্গাপুর বাণী নিকেতন হাইস্কুলের হেডমাষ্টারমশায়৷ উপস্থিত ছিলেন ড়ি এস. কৃষ্ণনগর আচার্য মনোশুদ্ধানন্দ অবধূত, নদীয়া জেলার ভুক্তিপ্রধান শ্রীঅনিলকুমার বিশ্বাস৷ স্কুলের ছাত্রছাত্রারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন৷ স্থানীয় প্রায় শ’পাঁচেক লোক উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতা দেখার জন্যে৷