নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে সৃজনী আবাসনের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী প্রশান্ত দে মহাশয়ের ‘মাতৃদেবী’ ৪ঠা নভেম্বর প্রয়াত হন৷ গত ১২ই নভেম্বর বেলা ৯-৩০ মিনিটে তাঁর বাসগৃহে আত্মীয় পরিজন, স্থানীয় ও জেলার আনন্দমার্গীসহ প্রায় শতাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে আনন্দমার্গের সমাজশাস্ত্রানুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও াা নাম কেবলম্ কীর্ত্তন পরিবেশন করেন গোরাচাঁদ দত্ত ও মিঠু মুখার্জী৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করেন নদীয়া জেলার বরণবেড়িয়ার আনন্দ নবদ্বীপ মাষ্টার ইউনিটের রেক্টর আচার্য অনুপমানন্দ অবধূত৷ সমাজশাস্ত্র ও আনন্দমার্গের ওপর বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাব্রতী ও অন্যতম কবি সাহিত্যিক শাবুদ্দিন মন্ডল মহাশয় ও আচার্য অনুপমানন্দ অবধূত৷ উপস্থিত বিশিষ্ট ব্যষ্টি কর্তৃক অনুষ্ঠানটি প্রশংসিত হয়৷
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিশিষ্ট আনন্দমার্গী ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷