শিমুরালী নদীয়া ঃ শিমুরালী (নদীয়া) আনন্দমার্গ স্কুলের অবধূতিকা আনন্দবিভুকণা আচার্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের অকুন্ঠ সহযোগিতায় গত ২৬শে মার্চ সোমবার স্থানীয় সাংস্কৃতিক সংঘের ক্রীড়াঙ্গনে শিমুরালী আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ বক্তব্য রাখতে গিয়ে আচার্য রবীশানন্দ অবধূত বলেন আনন্দমার্গের শিক্ষাব্যবস্থায় নীতিশিক্ষাকে মূলতঃ প্রাধান্য দেওয়া হয়েছে৷
আধ্যাত্মিকতা ভিত্তিক এই শিক্ষা ব্যবস্থা ছাত্র-ছাত্রাদের মধ্যে শৈশবকাল থেকেই শৃঙ্খলাবোধ, মনোযোগ, মানবিক মূল্যবোধ যাতে করে গড়ে ওঠে তার দিকে লক্ষ্য রাখা হয়েছে৷ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রাবৃন্দ, প্রভাত সঙ্গীত ও প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য, ছড়া ,বাণীপাঠ ও আচার্য তন্ময়ানন্দ রচিত ‘‘মুক্ত ভূমির মেয়ে’’ নাট্যানুষ্ঠান, রাওয়া শিল্পী সজল রায় পরিবেশিত প্রভাত সঙ্গীত, দেবদত্তা দাস পরিবেশিত প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য সহ সমস্ত অনুষ্ঠানটি উপস্থিত দর্শকবৃন্দ কর্তৃক প্রশংসিত হয়৷ বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবধূতিকা আনন্দ সংশুদ্ধা আচার্য্যা, অবধূতিকা বীতরাগা আচার্যা ও অবধূতিকা আনন্দ কীর্তিলেখা আচার্যা ও প্রকাশ সাহা প্রমুখ৷
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মচারিনী রত্নদীপা আচার্য্যা, ডাঃ নিখিলচন্দ্র দাস, শ্রী দশরথ ভদ্র প্রমুখ৷ অনুষ্ঠান শেষে, বিদ্যালয়ের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষ