সংবাদদাতা
পি.এন.এ.
সময়
নেপালের কাঠমান্ডুতে ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনায় পতিত হয়৷ প্রাথমিকভাবে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়৷ এটিতে মোট যাত্রী সংখ্যা ছিল ৬৭৷ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে৷
প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, প্রথমে এয়ারপোর্টের রানওয়েতে প্রচন্ড কালো ধোঁয়া দেখা যায়৷ জানা যায়, বিমানপোতটি রানওয়েতে নামার সময় চাকায় আগুন ধরে যায়৷ এর পরে পাশেই এক ফুটবল খেলার মাঠে সেটি আছড়ে পড়ে৷ এই বিমানপোতটি ছিল বাংলাদেশের এক বেসরকারী বিমান সংস্থার৷