গত ৩১শে মে বিশ্ব ধূমপান বিরোধী দিবস উপলক্ষ্যে ৩০শে মে সিরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের অডিটোরিয়ামে এক মনোজ্ঞ অনুষ্ঠানে ধূমপান ও মাদক গ্রহণের বিরুদ্ধে শপথ গ্রহণ করলেন অনুষ্ঠানে আগত ব্যষ্টিবৃন্দ৷
ধূমপানের বিরুদ্ধে ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ডঃ শচীন পরর যোগ, ধ্যান ইত্যাদি প্রজেক্টারের মাধ্যমে দেখান৷ এর দ্বারা কীভাবে নেশামুক্ত হওয়া যায় তারও নির্দেশ দেন৷ ধূমপান বিরোধী অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক সঞ্জীব আচার্য মহাশয়৷ তিনি বলেন, ভারতের মত দেশে নেশার কবলে পড়ে প্রতিদিন অগণিত মানুষের মৃত্যু ঘটছে৷ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে৷ এর প্রতিবাদে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি৷ ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতী পদ্মা বোস ও অস্মিতা বোস৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সহ সভাপতি ডঃ ভাস্করমণি চট্টোপাধ্যায়৷