গত ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২২তম জন্মদিবস পালন উপলক্ষ্যে ইয়ূনিফর্ম পরিহিত বাঙালী বাহিনী ও বাঙালী নারী বাহিনী সহ আমরা বাঙালীর সমর্থকদের এক বর্ণাঢ্য মিছিল চেতলা পার্ক থেকে হাজরা পার্ক, ভবানীপুর হয়ে এলগিন রোডের দিকে সুসজ্জিত ট্যাবলো নিয়ে নেতাজীর নামে জয়ধবনি দিতে দিতে এগিয়ে চলে৷ পথিমধ্যে ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে তাঁদের সম্বর্ধনা জানানো হয়৷ এলগিন রোডে নেতাজীর বাসভবনে এসে তাঁরা নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর সেখানে বক্তব্য রাখেন বাঙালী বাহিনীর পক্ষ থেকে প্রদীপ গুহ, এস পি সিং, সুশীল জানা, আমরা বাঙালী কলকাতা জেলাসচিব সুনীল চক্রবর্তী, সাগরিকা পাল, জয়ন্ত দাশ, উৎপল কুণ্ডু চউধুরী, অরূপ চ্যাটার্জী প্রমুখ৷ তাঁরা পৌরুষের বজ্রকৌস্তুভ নেতাজীর বীরগাথা ও তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে নেতাজীর প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ তাঁরা এও বলেন,নেতাজীর স্বপ্ণ আজ মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকারের প্রাউট দর্শনে মূর্ত্ত হয়ে উঠেছে৷ নেতাজীর স্বপ্ণকে সার্থক করে তুলতে হলে প্রাউটের অর্থনৈতিক গণতন্ত্র ও প্রগতিশীল সমাজতন্ত্রের পথ ধরে দেশবাসীর অর্থনৈতিক স্বাধীনতা তথা সর্বাত্মক বিকাশকে বাস্তবায়িত করতে হবে৷