নীরব মোদিদের দুর্নীতিতে ব্যাঙ্কের লোকসান ৮৭ হাজার কোটি টাকা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

হীরে  ব্যবসায়ী নীরব মোদি আর তার মামা মেহুল চোকসির মত  ব্যাঙ্ক জালিয়াতী ও এক শ্রেণীর পুঁজিপতির ঋণখেলাপী সহ বিভিন্ন দুর্নীতির  কারণে  বর্তমানে  রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির  লোকসানের  পরিমাণ  দাঁড়াল ৮১ হাজার ৩৫৭ কোটি  টাকা৷ ২০১৭-১৮ অর্থবর্ষের  এই হিসেব৷  সবচেয়ে বেশী লোকসান হয়েছে পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের৷ তাদের লোকসানের পরিমাণ ১২ হাজার ২৮৩ কোটি  টাকা৷ দেশের  বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ারও লোকসান হয়েছে৷  এদের লোকসানের পরিমাণ ৬ হাজার  ৫৪৭ কোটি টাকা৷

যদিও এই লোকসান  অসৎ পুঁজিপতিশ্রেণীর জন্যে, কিন্তু এরজন্যে ভুগতে হবে দেশের কোটি কোটি দরিদ্র জনসাধারণকে৷