নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মূল্যবৃদ্ধি শুরু

সংবাদদাতা
পি এন এ.
সময়

বিধানসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন শেষ হ’ল৷ এবার কেন্দ্রীয় সরকারের নতুন কেরামতি শুরু হয়ে গেল! নির্বাচনের আগে জনগণকে রুষ্ট করা যাবে না! তাই নির্বাচন শেষ হতেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে দিল৷ যার ফলে পেট্রোপণ্য সহ সবকিছুরই দাম বাড়বে৷ কেননা, পরিবহনের ব্যয় বাড়ছে এই অজুহাতে কেউ পিছিয়ে থাকবে না৷ গত সপ্তাহে পেট্রোলের দাম বাড়ল লিটার পিছু ১.৬১টাকা ও ডিজেলের দাম বাড়ল লিটার পিছু ১.৬৪ টাকা৷ এছাড়া প্রতিটি রাজ্যে রয়েছে পেট্রোল ও ডিজেলের ওপর রাজ্য সরকারগুলির নির্ধারিত ভ্যাট চার্জ৷