নির্বাসিত হলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ সহ চার জন৷ অধিনায়ক চন্ডীমল ও কোচ চন্ডিকা হাতুড়ুসিঙ্গেকে আগামী দুইটি টেষ্ট ও চারটি ওয়ানডে ম্যাচ থেকে নির্র্বসিত করল আইসিসি৷ ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে দু’টো টেষ্ট ও পাঁচটি ওয়ানডের সিরিজের প্রথম চারটেতে থাকতে পারবেন না তাঁরা৷
জুন মাসে সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠায় টিম নিয়ে মাঠে নামেননি চন্ডীমল৷ এই ঘটনাটি খতিয়ে দেখেন আইসিসির কোড অফ কনড্যাক্ট কমিটি৷ গত ১১ জুলাই এই তদন্তের শুনানি ঘোষণা করে আইসিসি৷
ইংল্যান্ডের তিনজনকে অভিযুক্ত করা হয়েছে৷ এটাও বলা হয়েছে এদের জন্যে ক্রিকেটের ভাবমূর্ত্তিই নষ্ট হয়েছে---খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ আচরণের জন্যেই মাঠে নামা৷ একজন ক্রিকেটার কখনোই এমন কোনও আচরণ করবেন না যা ক্রিকেটের কাছে অসম্মানজনক৷ আই সি সি প্রদত্ত নিয়মগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে সব খেলোয়াড়কেই মেনে চলতে হয়৷ একজন খেলোয়াড় বা কোনও একটি দলের অন্য দলের বিরুদ্ধে নানা অভিযোগ থাকতেই পারে৷ কিন্তু নিয়মানুযায়ী তার মোকাবিলা করতে হবে৷ ক্রিকেটের ইতিহাস ঘাটলে জানা যাবে একবার শ্রীলঙ্কার লেগ স্পিনার মুরলিধরনকে চাকিং-এর জন্য ‘নো বল’ ডাকার জন্যে তৎকালীন শ্রীলঙ্কান দলটি প্রতিবাদ স্বরূপ মাঠেই নামেননি৷ দ্বিতীয়বার শ্রীলঙ্কা দলটির কাছ থেকে এই একই ঘটনার পুনরাবৃত্তি ক্রিকেটেরই ক্ষতি করে৷