সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
সম্প্রতি গোটা দেশে মেডিক্যালে প্রবেশিকা নিয়েছে কেন্দ্র৷ মোট ১০ টি ভাষায় প্রশ্ণপত্র তৈরী হয়েছিল৷ বিভিন্ন ভাষায় প্রশ্ণপত্র করা হলেও একই প্রশ্ণ করা উচিত৷ কিন্তু এবার দেখা গেছে অন্যভাষায় প্রশ্ণপত্রের চেয়ে বাংলা প্রশ্ণপত্র অপেক্ষাকৃত কঠিন হয়েছে, এমনকি ইংরাজীতে প্রশ্ণপত্র হয়েছে, তার চেয়েও বাংলা প্রশ্ণপত্র কঠিন ছিল৷ এবছর মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার নাম ছিল ন্যাশানাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেষ্ট (এন ই ই টি)৷ একই প্রশ্ণ বিভিন্ন ভাষায় হওয়ার কথা হলেও এবার দেখা গেল বাংলায় যে প্রশ্ণপত্র তৈরী করা হয়েছে তা খুবই কঠিন, ইংরাজীর থেকেও কঠিন৷
এই অভিযোগ ছাত্র-ছাত্রা ওভিভাবক- অভিভাবিকাদের৷ নিরপেক্ষ শিক্ষক-শিক্ষিকাদেরও অভিমত৷ পশ্চিমবঙ্গে এই সরকারের মুখ্যমন্ত্রীও এই ঘটনা ব্যথিত হয়েছেন ও এর কারণ জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি লিখছেন৷