নিউব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে মার্গগুরু আনন্দমূর্ত্তিজীর ৯৭তম জন্ম-জয়ন্তী পালিত হ’ল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 মহা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নিউব্যারাকপুর  আনন্দমার্গ আশ্রমে মার্গগুরু শ্রীশ্রী আনন্দ মুর্ত্তিজীর ৯৭তম জন্ম-জয়ন্তী অনুষ্ঠিত হল৷

প্রভাত সঙ্গীত ও মানবমুক্তির মহামন্ত্র বাবা নাম কেবলম্কীর্ত্তনের পর ঠিক ভোর ৬টা-০৭মিনিটে পরমারাধ্য বাবার জন্মমূহুর্তে শঙ্খধবনি, উলুধবনি, পরমপিতা বাবা কি জয় ধবনির মধ্যে দিয়ে উপস্থিত সকলে ৯৭টি মোম বাতি প্রজ্জলন করে তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন৷ তারপর মিলিত সাধনা গুরুপূজা ও বাণীপাঠ হয়৷ সকাল ৯টা--- ১২টা পর্যন্ত বাবা নাম কেবলমকীর্ত্তন হয়৷ স্থানীয় দুটি হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরন করা হয়৷ অনুষ্ঠানে পরমারাধ্য বাবা ও আনন্দমার্গের ওপর বক্তব্য রাখেন বিশিষ্ট আনন্দমার্গী শ্রী মোহন অধিকারী ও উত্তর ২৪ পরগণার ভুক্তিপ্রধান (সাধারণ) শ্রী সন্তোষ বিশ্বাস৷

প্রভাত সঙ্গীত কীর্ত্তন সহ অপরাহ্ণে সুদৃশ্য ট্যাবলো নিয়ে পথ পরিক্রমা করা হয়৷