নিউব্যারাকপুরে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪ই জানুয়ারী নিউব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে  মহাসমারোহে মার্গগুরু শ্রীশ্রী আনন্দ মূর্ত্তিজীর শুভ পদার্পণ দিবস পালন করা হয়৷ ১৯৭৯ সালের  ১৪ই জানুয়ারী তিনি নিউব্যারাকপুরে প্রথম পদার্পণ করেছিলেন ও সমবেত আনন্দমার্গীদের সামনে আধ্যাত্মিক প্রবচন দিয়েছিলেন৷ সেই দিনটিকে স্মরণ করে গত ১৪ই জানুয়ারী উত্তর ২৪ পরগণা ও কলকাতার বিভিন্ন ইয়ূনিট থেকে আনন্দমার্গীরা এখানে  সমবেত  হয়ে অখন্ড কীর্ত্তন  ও মিলিত সাধনায়  অংশগ্রহণ করেন৷  মিলিত সাধনার পর মার্গগুরুদেব ১৯৭৯ সালে ১৪ জানুয়ারী নিউব্যারাকপুরে যে প্রবচনটি দিয়েছিলেন সেটি পাঠ করে শোনান আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ নিউব্যারাকপুরের প্রবীণ আনন্দমার্গী নিখিলচন্দ্র গুহ মার্গগুরুদেবের  প্রথম পদার্পণ দিবসের স্মৃতিচারণ করে’ সেদিনকার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন৷ এরপর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী ও আনন্দমার্গের আদর্শের ওপর বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত,আচার্য হরাত্মানন্দ অবধূত, আচার্য রবীশানন্দ অবধূত প্রমুখ৷

এদিনের অখন্ডকীর্ত্তন পরিচালনা করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত, শ্রী হরলাল হাজারী, শুভদীপ হাজারী, স্বপন মণ্ডল,অবধূতিকা আনন্দ মনোরমা আচার্যা, মিতা দাস, কুমদ দাস প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী সন্তোষ বিশ্বাস৷ নিউব্যারাকপুরের মার্গী ভাই বোনেরা সবাই তাঁকে সহযোগিতা করেন৷