গত ১৩ই নভেম্বর ২০১৭ নওপাড়া আনন্দমার্গ সুকলের বার্ষিক সাংসৃকতিক অনুষ্ঠান হয় ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগপুর পঞ্চায়েত প্রধান অরুণ বাগ মহাশয়৷ উদ্বোধনী ভাষণে আচার্য বোধিজ্ঞানানন্দ অবধূত বলেন, শিক্ষা জগতে আজ চরম অবক্ষয় দেখা দিয়েছে, এই অবক্ষয় রোধ করার জন্যে আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা মূল্যবোধের জাগরণ তথা প্রকৃত মানুষ তৈরী করাকেই শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে গ্রহণ করেছে৷
এরপর সুকলের প্রিন্সিপ্যাল অবধূতিকা আনন্দ প্রীতিসুধা আচার্যা সুকলের বাৎসরিক রিপোর্ট পাঠ করেন৷ তিনি বলেন , প্রথমে বাড়ি ভাড়া নিয়েই আমাদের সুকল চালু হয়েছিল, বর্তমানে সবার সাহায্য ও সহযোগিতায় আমরা আমাদের নিজস্ব সুকল ভবন তৈরী করতে পেরেছি৷
এরপর আনন্দমার্গের কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিব বক্তব্য রাখেন তিনি বলেন, আজকের এই শিশুরাই আগামী দিনে দেশের সুনাগরিক হবে ৷ তাই এদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে ৷
এরপর প্রকাশ সাহা তাঁর বক্তব্যে বলেন, আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থার প্রবর্তক পরম শ্রদ্ধেয় প্রভাতরঞ্জন সরকার বলেছেন শিশুদের জীবনের সর্র্বত্মক বিকাশ সাধনই শিক্ষার মূল উদ্দেশ্য৷ তাই এই সুকলের পড়াশুনা ছাড়াও নৃত্য, গীত প্রভৃতি সাংসৃকতিক শিক্ষা তো দেওয়াই হয় তার সঙ্গে সঙ্গে সেলাই মেশিনের কাজসহ বিভিন্ন হাতের কাজও শেখানোর ব্যবস্থা রয়েছে৷ মেয়েরা যাতে অর্থনৈতিক ব্যাপারে স্বনির্ভর হয়ে উঠতে পারে তাই এই সমস্ত শিক্ষাও দেওয়া হয়৷ আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূতও আনন্দমার্গের শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্যের ওপর বক্তব্য রাখেন ৷
অবধূতিকা আনন্দ সংশুদ্ধা আচার্যাও আনন্দমার্গের শিক্ষাদর্শের ওপর বক্তব্য রাখেন৷
এই অনুষ্ঠানে ছোট ছোট কচি-কাচারা ছড়া, আবৃত্তি, গান, নাচ, নাটক প্রভৃতি পরিবশন করে দর্শকদের মুগ্দ করে দেন৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিয়াঙ্কা দাস ৷