লেখক
জ্যোতিবিকাশ সিন্হা
হাহাকার-আর্তনাদ- লাঞ্ছনা
সর্বনাশা নষ্টামির কুটিল আবর্ত্তে
জীবনের প্রবাহ দিশাহারা৷
সংকীর্ণতার তূণ হ’তে নিরন্তর
ছোটে ভেদ-বিভেদের তীক্ষ্ম শর
সমস্যা জর্জর সমাজের বুকে,
দেহে তার গলিত কুষ্ঠের ক্ষত---
মুক্তি-পথ রুধেছে শোষণের লোমশ হস্ত৷
* * *
হে যুগ-চেতনা, জাগ্রত বিবেক!
আঘাত হানো ভাবজড়তার বন্ধ দ্বারে
হে শাশ্বত, উষ্ণ জীবন !
ধবনি তোল হিমায়িত শব-ঘরে৷
অমানিশার দুর্ভেদ্য জাল ছিঁড়ে
উঠুক দিগন্ত-রাঙ্গা নবীন সূর্য্য৷
উদ্বোধিত হোক মানুষের জয়গান
আর আনন্দমূখর নোতুন প্রভাত৷
- Log in to post comments