সারা বিশ্বে এখন ফুটবল নিয়ে মাতামাতি৷ রাশিয়াতে বিশ্বকাপ চলছে যে৷ মোটামুটি সারা বিশ্বের বেশিরভাগ দেশেই বিশ্বকাপ ফুটবল লোকের মুখে মুখে৷ আর আমাদের দেশ ভারতবষে ফুটবলের প্রতি বহু মানুষেরই আকর্ষণ৷ মোট কথা ভারতে ফুটবল বেশ জনপ্রিয়৷ ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই বহু ক্লাব ফুটবল খেলছে৷ এই দেশে লক্ষাধিক খেলোয়াড় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷ পেশাদারী বিদেশী খেলোয়াড়রা এখানে চুটিয়ে ফুটবল খেলে নাম-অর্থ-যশ সবই পকেটে পুরছেন৷ অথচ বিশ্বকাপে ভারত কবে চূড়ান্ত পর্যায়ে খেলবে? সমগ্র এশিয়াতেও ফুটবলে ভারতের স্থান খুব ভালো নয়৷ এই মহাদেশের কোরিয়া, জাপান প্রভৃতি দেশগুলো ফুটবলে অনেক এগিয়ে গেছে৷ এবার বিশ্বকাপে কোরিয়া গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারাল৷ আর জাপান বেলজিয়ামের বিরুদ্ধে বিশ্বমানের দুটি গোল করে এগিয়ে গিয়েছিল৷ শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছে বেশ কয়েকটি ছোট ছোট দেশের দলগুলি৷ সার্বিয়া, ক্রোয়েশিয়ার মত ছোট ছোট দেশগুলো বিশ্বকাপের মূলপর্বে খেলছে অথচ আমরা মূলপর্বে যাওয়ার কোনওরকম চিহ্ণই দেখতে পারি না৷ কি এমন পরিকাঠামো যে ওই ছোট ছোট দেশের ফুটবল এত উন্নত৷ ভারত বিশ্বমানের গোটা কুড়ি খেলোয়াড় তৈরী করতে পারছে না! দেশে কত ধনী ব্যষ্টি, কত ধনী ক্লাব বিদেশী ফুটবলার এনে দেদার অর্থ বিলোচ্ছে, রাজ্যে রাজ্যে লীগ, শীল্ড, আই.সি.এল.---আরও কত ধরণের ফুটবল প্রতিযোগিতা হয়ে চলেছে দেশে৷ কিন্তু ভারতীয় ফুটবলের মান প্রকৃত অর্থে ঊধর্বগামী হচ্ছে? একজন বাইচুং, একজন সুনীলরা কয়েক বছর বিশ্বমানের খেলোয়াড় রূপে বিবেচিত হ’ল কিন্তু একদল বিশ্বমানের খেলোয়াড় একসঙ্গে আবির্ভূত হ’ল না---যারা ভারতকে বিশ্ব ফুটবল মানচিত্রে একটি বিশিষ্ট স্থানে পৌঁছ দিতে পারে!!
সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়