পদ্মাবতের মুক্তির নিয়ে দেশ জুড়ে অশান্তি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

 সঞ্জয় বনশালের ছবি ‘পদ্মাবতী’ নিয়ে দেশজুড়ে অনেক দিন থেকে বিস্তর জলঘোলা চলছে৷  সেন্সর বোর্ড ছবিটির বেশ কিছু অংশে কাঁচি চালায় ও ছবিটির নামও পরিবর্তন করে পদ্মাবত করবার পরামর্শ দেয়৷ কিন্তু তা করেও অভিযোগকারীদের সন্তুষ্ট করা যায়নি৷ এতে রাজপুতনার ইতিহাসের বিকৃতি করা হয়েছে এই অভিযোগে রাজপুত করণী সেনা, বজরঙ্গ দল রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে কয়েকদিন ধরে ভাঙচুর, অগ্ণিসংযোগ প্রভৃতি করে চলেছে৷ তাই সুপ্রিম কোর্ট পদ্মাবত মুক্তির পথে যাবতীয় বিধিনিষেধ তুলে দিলেও ব্যাপক অশান্তির কারণে গত ২৫শে জানুয়ারী দেশের সব রাজ্যে ছবিটির মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মাল্টিপ্লেক্স এ্যাশোসিয়েশন উপরিউক্ত চারটি রাজ্যে ছবিটির প্রদর্শন বন্ধ রাখে৷ বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বিভিন্ন পেক্ষাগৃহে ছবিটি      মুক্তি পেলেও রাজপুত করণী সেনা, বজরঙ্গ দল প্রভৃতি ব্যাপকভাবে ভাঙচুর ও অশান্তি চালায়৷

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছবিটির প্রকাশে কোনও বাধা নেই বলে ঘোষণা করেন বরং তিনি শিল্পের স্বাধীনতার পক্ষেই রায় দেন৷ তার সঙ্গে তিনি বলেন---যারা অশান্তি সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ সেই অনুসারে পশ্চিমবঙ্গেদ্দর বিভিন্ন পেক্ষাগৃহের সামনে ব্যাপক পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়৷

বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে ‘পদ্মাবত’ ছবিতে রাজপুতদের প্রতি সম্মানহানী করা হয়েছে---এই যুক্তিতে সারা দেশ জুড়ে তারা এর বিরোধিতা করেছে৷

পশ্চিমবঙ্গের আসানসোলের কয়েকটি সিনেমা হলে বিক্ষোভ দেখানোর ফলে সিনেমাটি দেখানো সম্ভব হয়নি৷ পুলিশী হস্তক্ষেপে আন্দোলন নিয়ন্ত্রণ করা হয়েছে৷