প্লে-অফ ডাকছে নাইটদের, ফাইনালে উঠবে কি কে.কে.আর?

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

নাইট বাহিনীর দুর্ধর্ষ জয় নাইটদের ফাইনালে উঠতে কী সাহায্য করবে? প্লে অফ যেন হাতছানি দিচ্ছে৷ মরু শহরের বিরুদ্ধে ৬ উইকেটে জিতে পয়েন্ট টেবিলে নাইটদের অবস্থান মরূদ্যানের মতো৷ ১৩টি ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বর স্থানে কলকাতা নাইট রাইডারস৷ এছাড়া গত মঙ্গলবার  মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে মুখোমুখি হয়েছিল নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস৷ এই ম্যাচের সু-ফলাফলে প্রাথমিক ধাক্কা কাটিয়ে সেখানে অসাধারণ জয় পেয়ে প্লে-অফের আশা বাড়িয়েছে কার্ত্তিক বাহিনী৷  নাইটদের জয়রথ যে ভাবে ছুটছে, শনিবার নিজামের শহরে নামার আগে দীণেশ কার্ত্তিক এ্যান্ড কমিটির কোম্পানির ব্যালান্স শিটে মজুত অন্তহীন আত্মবিশ্বাস৷ হারলে  রানরেটের অনেক জটিল অঙ্ক আছে৷

যাইহোক গত মঙ্গলবারের ম্যাচে নাইট বাহিনী  যেভাবে জয়লাভ করল তা অভাবনীয়৷ প্রথম ইনিংসের পর ব্যাটিং করতে নেবে নারিনের সেই ৭ বলে ২১ রান করা ৷ সেই যে তাড়া করতে শুরু করল এই ছন্দপতন আর ভাঙল না৷ পর পর দুই উইকেট পড়ে যেতে ক্রিস লিনের বুদ্ধিমত্তার খেলা,  তারপর প্রশংসনীয় পার্টনারশিপ আর অধিনায়কত্বের কোন তুলনা হয়না৷ দীণেশ কার্ত্তিক পুরো দায়িত্ব নিয়ে অধিনায়কের কর্ত্তব্য পালন করেছিলেন৷ ৩১ বলে ৪১ রান করে পুরোদলকে টেনে নিয়ে গেলেন জয় দিকে৷ আর তার সহযোগিতা করেছিলেন ক্রিস লিন, তাঁদের দুইজনের ৪৮ রানের পার্টনারশিপ দলকে জয়লাভ করায়৷ কিন্তু এরপর ১৯শে মে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে খেলা এই ভেবে খেলে চললে সবাই ভাবতেই পারেন নাইটরা ফাইনালে উঠবে৷ কিন্তু প্রশ্ণটা সত্যিই থেকে যায়, কেকেআর ফাইনালে কি উঠতে পারবে? শাহরুখের টিম এই কথাটি ছাড়া আর অঙ্কই বুঝছে না৷