সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ব্যাপারে হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিলেন,২৩শে এপ্রিল পর্যন্ত যারা ই-মেলে মনোনয়নপত্র জমা দিয়েছে--তাঁদের মনোনয়ন পত্র গ্রহণ করতে হবে৷ এই আদেশের ফলে রাজ্য নির্বাচন কমিশন এক জটিল সমস্যার মধ্যে পড়েছিল৷ এর আগে নির্বাচন কমিশন ১৪ই মে এক দফায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে দিয়েছে৷ সেই মতোই, তাঁরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন৷ যাই হোক, শেষ পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, সুপ্রিম কোর্ট ই-মেলে মনোনয়ন পত্র জমার ব্যাপারে উচ্চ আদালতের রায়-এর ওপর স্থগিতাদেশ জারী করেছেন৷ অর্থাৎ পূর্বঘোষণা মতো ১৪ইমে, তেই নির্বাচন হচ্ছে৷